দক্ষিণ সুনামগঞ্জে কয়েক হাজার পরিবার পানি বন্দি

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০ 971 views
শেয়ার করুন
সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলা বর্তমানে পানির নিচে। দ্বিতীয় দফার বন্যায় পানি বন্দি হয়ে আছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কয়েক হাজার পরিবার।
 
প্রায় সবকটি গ্রাম তলিয়ে আছে পানির নিচে। গবাদিপশু, হাঁস-মুরগি নিয়ে বাড়ি ছাড়ছেন বসতঘর তলিয়ে যাওয়া মানুষেরা। আশ্রয় নিচ্ছেন উঁচু ভিটায় থাকা আত্মীয়-স্বজনের বাড়ি কিংবা পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে। আর যারা কোথায় যাচ্ছেন না, তারা নিজ ঘরেই থেকে যাচ্ছেন মাছানের উপর।
 
ইতোমধ্যে উপজেলার ৮ ইউনিয়নের কয়েকশ গ্রামের লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে আছেন। অতিরিক্ত পানি হওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছেন না তারা। রান্না করতে না পারার কারণে খাদ্য সংকটে পড়ে তারা।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ থেকে উপজেলার বানবাসী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ শুরু করবেন তারা। যারা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আশ্রয় নিয়েছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চলবে ত্রাণ কা্র্যক্রম।
 
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তকা জেবুন নাহার শাম্মী বলেন, ‘আমরা বানবাসী মানুষের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি। আজ থেকে উপজেলা ব্যাপী ত্রাণ কার্যক্রম শুরু করবো। ঘর ছেড়ে যারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে চলবে ত্রাণ কার্যক্রম।